কেন ব্র্যান্ড ম্যানেজার ও মার্কেটিং প্রফেশনাল দের জন্য ডিজিটাল মার্কেটিং এত গুরুত্বপূর্ণ?
পৃথিবীটা অত্যন্ত অল্প দিনের মধ্যে ডিজিটাল পৃথিবীতে পরিণত হতে চলেছে। মোবাইল ফোন, ল্যাপটপ , কর্মক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার, এবং আরো অনেকইলেক্ট্রনিক্স এর মাধ্যমেডিজিটাল কন্টেন্ট ব্যাবহার মানুষের একটি দৈনিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।এবং বেশিরভাগব্যাবসাপ্রতিষ্ঠানইএখনো তাদের বিপণন কৌশলে (marketing strategy)এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারছেনা। সত্তিকার অর্থে ডিজিটাল মার্কেটিং অন্যান্য মার্কেটিং এর চেয়ে অনেক বেশি দ্রুত ,বহুমুখী বাস্তবসন্মমত।ডিজিটাল মার্কেটিং একই সাথে ভোক্তা এবং বিপননকারি (marketer) উভয়েরই সমান উপকারে আসে।
কেনব্র্যান্ডম্যানেজার ও মার্কেটিং প্রফেশনাল দের জন্য ডিজিটাল মার্কেটিং এত গুরুত্বপূর্ণ?ডিজিটাল মার্কেটিং না শুধুমাত্র বর্তমান বিপণন কৌশলে (marketing strategy) একটি দ্রুতগতিতে কার্যক্ষম কৌশল বরঞ্চ এটা হল সব মার্কেটিং এর ভবিষ্যৎ এবং খুব শিগ্রই ডিজিটাল মার্কেটিং সকল ট্র্যাডিশনাল মার্কেটিং এর স্থান দখল করবে।বর্তমান প্রায় সব বড় বড় কম্পানিই ডিজিটাল মার্কেটিং ব্যাবহার করে, তাদের প্রোডাক্ট এবং সার্ভিস সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে। আর তাই প্রত্যেকটি ব্র্যান্ড এবং মার্কেটিং ম্যানেজার এর কাছে অত্যন্ত কার্যকর হাতিয়ার হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং এর সুবিধাগুলো দেখার আগে আমরা জেনে নেই এর প্রধান প্রধান ধরন গুলো কি কি?
- ওয়েবসাইট
- এস ই ও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন)
- ইন্টারনেট ব্যানার অ্যাড
- ইমেইল মার্কেটিং
- ভিডিও মার্কেটিং
- পে পার ক্লিক (PPC)মার্কেটিং
- সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Facebook, Twitter, LinkedIn, etc.)
- মোবাইল মার্কেটিং (SMS, MMS, etc.)