বিডিকষ্ট ডেস্ক মডেল অভিনেত্রী বীথি রানী সরকার। নামটি শুনলেই কানে বেজে ওঠে ‘আমারে ছাড়িয়া বন্ধু কই রইলা রে’ গানের লাইন। গানটি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে জিঙ্গেল হিসেবে ব্যবহৃত হয়েছিল। আর এই বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন বীথি রানী সরকার। বিজ্ঞাপনটি প্রচারের পর জনপ্রিয়তা পায়। এর মাধ্যমেই মিডিয়ায় পরিচিতির আলোয় আসেন এই মডেল অভিনেত্রী। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা পাকা করে নিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় মিডিয়ায় নিয়মিত কাজ করে যাচ্ছেন বীথি। ঈদের কাজ...