বিডিকষ্ট্ ডেস্ক ছোট্ট রোদ্দুরের দিনমান ছোটাছুটি। এক মুহূর্তের জন্য স্থির হয় না পরিবারের ছোট্ট এ সদস্যটি। আর সুযোগ পেলেই বাবার কিনে দেওয়া রংপেন্সিল নিয়ে দেয়ালে আঁকিবুঁকি—কখনও জাদুর কাঠি হাতে পরী, আবার কখনও ফুল-লতা-পাতা, আবার কখনও বড় কোনো রাজপ্রাসাদ যেখানে বসে আছে রাজকুমারী সিনড্রেলা। সবকিছু তার আঁকা চাই। ঘরের এক রঙা দেয়ালজুড়েই তার শিল্পকর্মে ছেয়ে গেছে। এরচেয়ে রোদ্দুরের ঘরটা যদি হতো বর্ণিল, তবে সব ঝামেলাই চুকে যেত। আজকাল শিশুদের ঘরের আসবাব কেনার সময় যেমন বাবা-মায়ের আলাদা ভাবনা থাকে, তেমনটি থাকে ঘরের...