BDcost Desk: গরমের বিকালে গরম গরম চা বা কফি খেতে কার ভালো লাগে! তাই অনেকেই বেছে নেন শরবত বা কোমল পানীয়। তবে তাতে ক্যাফেইনের চাহিদা কিন্তু মেটে না। এর সমাধান দিবে কোল্ড কফি। জেনে নিন রেস্তোরাঁর স্বাদে কোল্ড কফি তৈরির সহজ উপায়- উপকরণ ঠাণ্ডা দুধ, পানি, ইনস্ট্যান্ট কফি পাউডার, চিনি, ক্রিম বা ঘন দুধ, বরফ। পরিমাণ ঠান্ডা দুধ ২ কাপ পানি ১/২ কাপ ইনস্ট্যান্ট কফি পাউডার ৩ চা চামচ চিনি ২ টেবিল চামচ ক্রিম বা ঘন দুধ ২ টেবিল...