BDcost Desk: রান্না রীতিমতো একটি শিল্প, এটা সবাই স্বীকার করবেন। আর কেক তৈরি তো খুব মনোযোগের ব্যাপার বটে। কিন্তু হঠাৎ করে খুব কেক খেতে ইচ্ছে করছে, অথচ ঘন্টা ধরে যত্ন করে কেক বেক করা অথবা কিনতে যাবার সময় নেই। তখন কী হবে? কী আর হবে, মগের ভেতর বেক করে ফেলবেন মাত্র ৫ মিনিটের এই কেক! ভাবছেন কী না কী দিয়ে তৈরি হবে এই কেক! চিন্তার কিছু নেই। মাত্র ৩টি উপাদানে তৈরি হবে এই কেক। এতে কোনো ময়দা অথবা দুধ...