BDcost Desk: অফিসের পরিবেশটাই একদম ভিন্ন। বাইরে চলাচল করতে বা উৎসবের জন্য আমরা যেমন ক্যাজুয়াল আউটলুক বেছে নিই তেমনি অফিসের গাম্ভীর্য ও দায়িত্বশীল আবহ ধরে রাখতে চাই ফরমাল আউটলুক। অফিসিয়াল পোশাক নিজের ইমেজকে ফুটিয়ে তোলে। আপনার পদমর্যাদা ও রুচিবোধ দুটোই এখানে গুরুত্বপূর্ণ। তাই অফিসিয়াল পোশাক নির্বাচনের সময় আলাদা নজর থাকা জরুরি। সাধারণ পোশাকের চাইতে অফিসিয়াল বা ফরমাল পোশাক, যেমন কোট, টাই আর সু মানুষ অনেক বেশি আত্মবিশ্বাসীভাবে ব্যবহার করে। অফিসিয়াল পোশাক সম্পর্কে জানাচ্ছেন— ফেরদৌস আরা নিজেকে জানান দেয় আপনার...