কখন বুঝবেন আপনার সহকর্মী মানসিকভাবে খারাপ আছেন
BDcost Desk:
কখন বুঝবেন আপনার সহকর্মী মানসিকভাবে খারাপ আছেন?
- কর্মস্থলে প্রায়ই অনুপস্থিতি বা সময়মতো না আসা
- কাজের গুণগত মান কমে যাওয়া, সময়মতো কাজ শেষ করতে না পারা
- নিজেকে গুটিয়ে নেওয়া
- কাজে প্রায়ই ভুল করা, মনে রাখতে না পারা
- সহকর্মীদের সঙ্গে দূরত্ব বা সম্পর্কের অবনতি
- আচার-আচরণ বা ব্যবহারের দৃশ্যমান পরিবর্তন
- নিজের প্রতি যত্ন কমে যাওয়া।
বিঃ দ্রঃ রেসিপি, স্টাইল, রূপচর্চা, গৃহসজ্জা, টেকনোলজি ও ইসলামিক জীবন,ইত্যাদি। বাংলা ব্লগ রেগুলার আপনার ফেসবুক টাইমলাইনে পেতে লাইক দিন আমাদের ফ্যান পেজ বিডিকষ্ট্।
Tags: কখন বুঝবেন আপনার সহকর্মী মানসিকভাবে খারাপ আছেন, মানসিকভাবে খারাপ আছেন