শীতে নিতে হবে হাত ও পায়ের যত্ন
BDcost Desk:
পায়ের গোড়ালীত টান পড়ছে, একটু একটু ফাটছেও ঠোঁট, এসবই জানান দিচ্ছে শহরে শীত আসন্ন। শীতে ত্বকের যত্ন নিতে হলে কী কী করতে হবে তা নিয়ে এই আয়োজন।
ব্রাউন সুগার ও অলিভ ওয়েল
শীত আসার আগেই সম পরিমাণ ব্রাউন সুগার ও অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করে রাখুন। শুরু থেকেই ২-৩ দিন অন্তর এই মিশ্রণ দিয়ে স্ক্রাব করুন।
শুষ্কতা দূর করুন সবার আগে
ত্বক শুষ্ক হয়ে গিয়ে এই সময় ব্যাকটেরিয়ার সংক্রমণও হতে পারে। তাই আর্দ্রতা বজায় রাখতে ময়শ্চারাইজারের বদলে প্রোবায়োটিক দিয়ে ম্যাসাজ করুন।
সকালে বিশেষ যত্ন
সকালে ঘুম থেকে উঠে যদি ত্বকের শুষ্ক ভাব কাটাতে চান তা হলে সারারাত হাত, পায়ের আর্দ্রতা বজায় রাখা জরুরি। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল কোনও হ্যান্ড অ্যান্ড ফুট ক্রিম মাসাজ করুন হাত পায়ে।
ডিম ও রোজ ওয়াটার
পার্লারের খরচ বাঁচাতে বাড়িতেই তৈরি করুন মাস্ক। ৩-৪টি ডিম ফাটিয়ে কয়েক ফোঁটা রোজ ওয়াটার মেশান। হাত ডুবিয়ে রাখুন ১০ মিনিট।
নারিকেল তেল
গোড়ালির ফাটা অংশের চামড়া ঘষে উঠিয়ে ফেলুন। পা ধুয়ে মুছে নারিকেল তেল ম্যাসাজ করে নিন গোড়ালিতে। ধীরে ধীরে দূর হবে ফাটা।