BDcost Desk: নতুন বছরে সাজ রাতারাতি বদলে যাবে, বিষয়টি এমন নয়। ফ্যাশনে পরিবর্তনের ধারাবাহিকতায় ধীরে ধীরে বদলে যাবে পুরানো ধারা। সাজগোজের ক্ষেত্রে লিপস্টিক সবার আগে। যেকোনো অনুষ্ঠান বা বাইরে বেরুনোর আগে অনেকে লিপস্টিক লাগিয়ে থাকেন। তারকা থেকে শুরু করে ফ্যাশনপ্রিয় সবাইকে গেল বছর ম্যাট কালারের লিপস্টিক ব্যবহার করতে দেখা গেছে। বলতে গেলে এবছর ম্যাট কালারের লিপস্টিকের ট্রেন্ড ছিল। তবে নতুন বছর অর্থাৎ ২০১৮ সালে শুকনো ও খটখটে লিপস্টিকের পরিবর্তে গ্লোসি কালার ফিরে আসবে বলে ফ্যাশন বিশেষজ্ঞরা মনে করছেন। নতুন বছর...