BDcost Desk: ফুডিজদের জন্য বুফে একটি চমৎকার জায়গা। এখানে নানা ধরনের খাবারের সমারহ একসাথে দেখা মিলে। বিভিন্ন ধরনের কুইজিন ও বিভিন্ন স্বাদের খাবারে টেবিল বা কাউন্টার গুলো ভরপুর থাকে। তবে পকেট এর কথাও মাথায় রাখা জরুরি। কিন্তু যদি পকেটের কথা মাথায় রেখেও মজাদার সব বুফের স্বাদ নিতে পারেন, তাহলে কিন্তু মন্দ হয়না। তাহলে চলুন দেখে নেয়া যাক সাশ্রয়ী এমন কিছু বুফে রেস্টুরেন্ট এর নাম- ১। ভিআইপি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারঃ স্বল্প দামী বুফে রেস্টুরেন্টগুলোর মধ্যে ভিআইপি রেস্টুরেন্ট বেশ জনপ্রিয়। মিরপুর...